চোখে লেন্স, কাজল ও আইশ্যাডো ইউজ করার আগে এই ১০টি বিষয় জেনে নিন

চোখ হচ্ছে আমাদের শরীরের অন্যতম একটি সংবেদনশীল অঙ্গ। ঠিক সেভাবেই চোখের আশপাশের স্কিন ও আমাদের অত্যন্ত সংবেদনশীল। চোখের পাতার প্রায় কিছু পরিচিত সমস্যা আছে, আর সেগুলো হলো চোখের অঞ্জনি, চোখের পাপড়ি, পাতার প্রদাহ ইত্যাদি। অনেক সময় আমরা না জেনেই ভেজাল বা মেয়াদোত্তীর্ণ চোখের কসমেটিকস ইউজ করি, যেমন কাজল, আইলাইনার, মাসকারা, আইশ্যাডো ইত্যাদি এগুলো ইউজ করার ফলে এসব ধরনের রোগের উপসর্গ দেখা দিতে পারে।

চোখে লেন্স, কাজল ও আইশ্যাডো ইউজ করার আগে এই ১০টি বিষয় জেনে নিন

আর আপনার চোখের আর্দ্রতা বজায় রাখতে আপনার চোখের পাতায় প্রায় অনেক গ্রন্থি থাকে। আর সেটা মেবোমিয়ান গ্ল্যান্ড নামে পরিচিত। মেবোমিয়ান গ্রন্থি কিছু ওয়েলি পদার্থ নিঃসরণ করে, যা আমাদের চোখের আর্দ্রভাবকে ধরে রাখতে সক্ষম হয়। মেকআপ কসমেটিস ইউজ করার ফলে অনেক সময় এসব মেবোমিয়ান গ্রন্থির মুখ বন্ধ হয়ে যায় যার ফলে চোখে শুষ্কতা দেখা দেয়। আর যদি চোখ শুষ্ক হয়ে যায় তাহলে চোখের ভাইরাসজনিত ও ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়।

আমরা যে চোখে আইশ্যাডো বা গ্লিটারজাতীয় প্রসাধনীর ক্ষুদ্র কণা থেকে দেখা যায় অনেক সময় চোখের অ্যালার্জি কিংবা পানি পড়া রোগ হতে পারে। আবার কন্ট্যাক্ট লেন্স ইউজ করার সময় অসাবধানতার কারণে চোখের মণিতে ইনফেকশনও হতে পারে বা মণির ওপরের স্তর উঠে যেতে পারে।

আরও পড়ুন:

মুখে কোনও দাগছোপ থাকবে না, প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় দিয়ে এই কাজ গুলো করুন

চোখের সুরক্ষা বজায় রেখে প্রসাধনী ব্যবহার করার কী ?

আপনার চোখের সুরক্ষা বজায় রেখে প্রসাধনী ব্যবহার করার কিছু ভালো নিয়ম—

১. চোখের প্রসাধন সামগ্রীর মেয়াদ ঠিক আছে কি না, তা দেখে নিন ভালো করে।

২. আপনার মেকআপ সামগ্রী শুষ্ক এবং ঠান্ডা স্থানে রাখুন। ভেজা ও স্যাঁতসেঁতে জায়গায় রাখলে মেকআপ সামগ্রীতে ব্যবহৃত প্রিজারভেটিভ গুলো ক্ষতিগ্রস্ত হয় এবং জীবাণুর সংক্রমণ ঘটে।

৩. একজনের ব্যবহৃত মেকআপ সামগ্রী প্রসাধনী অন্যজন ব্যবহার করা থেকে বিরত থাকুন।

৪. চোখের কন্ট্যাক্ট লেন্স এবং প্রসাধনী ব্যবহারের আগে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন।

৫. ফেস মেকআপের পাশাপাশি যদি কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে আগে চোখের কন্ট্যাক্ট লেন্স পরে নিন, তারপর মেকআপ প্রসাধন ব্যবহার করুন।

৬. কোনো অবস্থায় আপনার চোখে কন্ট্যাক্ট লেন্স ও মেকআপ নিয়ে ঘুমাতে যাবেন না। অথবা লেন্স নিয়ে ঝিমুবেন না।

৭. আপনার চোখ লাল অথবা অন্য কোনো রোগ থাকা অবস্থায় মেকআপ ব্যবহার করা থেকে তখন বিরত থাকুন। এতে করে আপনার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে অনেক। আপনার শরীরে অ্যালার্জি থাকলেও এ ধরনের প্রসাধন ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকবেন।

আরও পড়ুন:

মুখের দুর্গন্ধ স্থায়ীভাবে দূর করার উপায় জেনে নিন

৮. হাত ভালোভাবে ধোয়া: মেকআপ শুরু করার আগে এবং লেন্স পরার আগে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। কারণ হতে থাকা জার্মস অথবা ভাইরাস কারণে সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

৯. ওয়াটারপ্রুফ প্রোডাক্ট এড়িয়ে চলুন: লেন্স ব্যবহারকারীদের জন্য ওয়াটারপ্রুফ কাজল ও আইশ্যাডো ব্যবহার না করাই ভালো, কারণ তা লেন্সের সাথে লেগে যেতে পারে। আর তখন এতে করে চোখের মধ্যে সমস্যা দেখা দিতে পারে।

১০. লেন্স সরানোর সময় মেকআপ পরিষ্কার করুন: মেকআপ পরিষ্কার করার আগে লেন্স খুলে নিন। এতে করে মেকআপ পরিষ্কার করতে যেয়ে লেন্স লেগে গেলে অসুবিধা দেখা দিতে পারে। অনেকে লেন্স না খুলেই মুখ ধুয়ে ফেলে, এটা খুবই রিস্ক।

আপনার চোখে কোনো নতুন প্রসাধন ব্যবহারের আগে সেটি আগে আপনার হাতে লাগিয়ে নিতে পারেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন। কোনো প্রতিক্রিয়া না হলে, এবার এটি আপনার চোখে ব্যবহার করতে পারেন।

উপসংহার:

চোখের লেন্স, কাজল, এবং আইশ্যাডো ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। চোখের মেকআপ করতে গিয়ে ভুল পদ্ধতি বা মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা চোখের বিভিন্ন সমস্যা, যেমন সংক্রমণ, অ্যালার্জি বা মেবোমিয়ান গ্রন্থির ক্ষতি করতে পারে। তাই, লেন্স ব্যবহারের আগে হাত ভালোভাবে ধোয়া, মেকআপ সামগ্রীর মেয়াদ পরীক্ষা করা, এবং নিরাপদ মেকআপ পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন। এছাড়া, ওয়াটারপ্রুফ মেকআপ এড়িয়ে চলা এবং মেকআপ করার পর লেন্স পরিষ্কার করা উচিত। চোখের কোনো সমস্যা দেখা দিলে বা অস্বস্তি হলে অবিলম্বে মেকআপ বন্ধ করা এবং ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো। সচেতনতার সাথে সঠিক নিয়ম মেনে চোখের মেকআপ করলে আপনার চোখ থাকবে সুরক্ষিত ও সুন্দর।

যেকোনো ধরনের প্রসাধনী ব্যবহার করা মাত্রই আপনার চোখ চুলকালে, চোখ লাল হলে ফুলে গেলে, চোখ দিয়ে পানি পরলে অথবা অন্য কোনো উপসর্গ চোখে দেখা দিলে, তখন তৎক্ষণাৎ সেটি ব্যবহার বন্ধ করে দিন। প্রয়োজনে চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিন আর চক্ষু ডক্টর কাছে যান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url