Instagram teen: বাচ্চাদের অনলাইনে সুরক্ষিত রাখবে এই নতুন ফিচার

বন্ধুরা, ইনস্টাগ্রাম সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় প্রাথমিকভাবে 'Instagram teen' সেবা চালু করেছে। মেটা, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান, জানিয়েছে যে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে এই সেবা বিশ্বব্যাপী চালু করা হবে।

Instagram teen: বাচ্চাদের অনলাইনে সুরক্ষিত রাখবে এই নতুন ফিচার

অনলাইন প্ল্যাটফর্মে শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে ইনস্টাগ্রাম এই নতুন সেবা নিয়ে এসেছে। এর পাশাপাশি, অভিভাবকদের জন্যও অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের সুযোগ বাড়ানো হয়েছে। 

যারা ১৮ বছরের কম বয়সী, তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে Instagram teen অ্যাকাউন্টে রূপান্তরিত হবে। এই ধরনের অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস আরও শক্তিশালী হবে, যা ইউজারদের নিরাপত্তা বাড়াবে। ফলোয়ার না হলে কেউ ইউজারের কোনো ছবি দেখতে পারবে না, এবং ইউজারের অনুমতি ছাড়া কেউ ফলোয়ার হিসেবে যুক্ত হতে পারবে না।

১৬ বছরের কম বয়সী Instagram teen ইউজাররা তাদের অ্যাকাউন্টের যে কোনো সেটিংস পরিবর্তন করতে চাইলে, তখন অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে। আর বাবা-মা বা উভয়কে আগে থেকেই 'প্যারেন্ট' অ্যাকাউন্ট হিসেবে যোগ করে রাখতে হবে অবশ্যই। এটা খুবই দারুন ফিচার। তাহলে সন্তান আর কোনো কিছু লুকিয়ে সেটিং চেঞ্জ করতে পারবে না।

Instagram teen অ্যাকাউন্টের ক্ষেত্রে অভিভাবকদের সরাসরি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে। অভিভাবকরা দেখতে পারবেন, তাদের সন্তানেরা কাকে বার্তা পাঠাচ্ছে বা কোন বিষয়ে আগ্রহ প্রকাশ করছে।

এছাড়াও, ইনস্টাগ্রামের অ্যালগরিদম নিশ্চিত করবে যে টিন অ্যাকাউন্টের সামনে কোনো ক্ষতিকর কনটেন্ট প্রদর্শিত না হয়। 

ফেসবুক এর প্রতিষ্ঠাতা মেটার নতুন নীতিমালা অনুযায়ী, ১৩ বছরের কম বয়সী বাচ্চারা ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করতে পারবে না, কোনো ভাবেই না। যারা একাউন্ট খুলবে তাদের বয়স যাচাইয়ের জন্য, আগামী বছর থেকে এআই প্রযুক্তির ব্যবহার শুরু হবে বলে মেটা জানিয়েছে। ধীরে ধীরে অনেক কিছুই যুক্ত হবে।

অনলাইন প্ল্যাটফর্মগুলো অল্পবয়সীদের সুরক্ষায় বৈশ্বিক চাপের মুখোমুখি হয়েছে, কারণ অনেকে মনে করছেন যে ক্ষতিকর কনটেন্ট থেকে শিশুদের রক্ষায় তারা যথেষ্ট উদ্যোগ নেয়নি। 

এ উদ্যোগগুলো অল্পবয়সী ইউজারদের অনলাইন জগতকে নিরাপদ ও সুরক্ষিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কিভাবে Instagram teen একাউন্ট খুলবো ?

Instagram অ্যাকাউন্ট খোলার ধাপগুলো দেয়া হলো:

1. Instagram অ্যাপ ডাউনলোড করো: তোমার ফোনে Play Store বা আইফোন হলে App Store থেকে Instagram অ্যাপটি ডাউনলোড করো, অথবা কম্পিউটার থেকে গুগলে সার্চ করে instagram ওয়েবসাইটে চলে যাও।

2. অ্যাকাউন্ট তৈরি করো: ইনস্টাগ্রাম অ্যাপটা খুলে "Sign Up" বা "Create New Account" অপশনে ক্লিক করো। আর আইডি থাকলে সাইন ইন ক্লিক করো।

3. তোমার তথ্য দাও: ইমেইল বা ফোন নম্বর দিয়ে সাইন আপ করো। এরপর তোমার নাম, ইউজারনেম আর পাসওয়ার্ড সেট করো। পাসওয়ার্ড অবশ্যই কঠিন গুলো দিবে। সহজ দিবে না।

4. প্রোফাইল সাজাও: তোমার প্রোফাইল ছবি আর কিছু তথ্য যোগ করো, যাতে বন্ধুরা তোমাকে চিনতে পারে। আর অবশ্যই ফেস দেখা যায় এমন প্রোফাইল দিবে।

5. সেটিংস ঠিক করো: তোমার গোপনীয়তা ও নোটিফিকেশন সেটিংস নিজের মতো করে ঠিক করে নাও। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।

6. অ্যাকাউন্ট ভেরিফাই করো: যদি ফোন নম্বর ব্যবহার করো, তাহলে একটা কোড পাঠানো হবে। কোডটি দিয়ে অ্যাকাউন্ট কনফার্ম করো। ইমেইল দিলে ইমেইলেও কোড আসে।

উপসংহার

বন্ধুরা এই আর্টিকেলে আমরা ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে, যা মূলত কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে। ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা, এই সেবা চালু করে কিশোরদের সুরক্ষার উপর জোর দিয়েছে এবং অভিভাবকদের জন্য অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের সুযোগ বাড়িয়েছে। ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্টের মাধ্যমে প্রাইভেসি সেটিংস আরও শক্তিশালী হবে এবং ক্ষতিকর কনটেন্ট থেকে শিশুদের সুরক্ষা দেওয়া হবে। অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সন্তানদের অনলাইন কার্যকলাপ নিয়ন্ত্রণের সুযোগ বাড়ানো হয়েছে, যা প্রযুক্তির উন্নত ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করবে। 

যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url