স্মার্টফোন ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী কিভাবে বিজ্ঞাপন আসে ?
আমরা সবাই প্রতিনিয়ত ফোনে কত কথা বলি! গল্প করি, গান গাই, এমনকি কখনো কখনো কোনো প্রোডাক্ট নিয়েও কথা বলা হয়। কিন্তু কল্পনা করো তোমার ফোন তোমার সব কথা শুনে রাখছে! হারানো চাবির কথা থেকে শুরু করে নতুন জুতা কেনার ইচ্ছে পর্যন্ত, সবকিছু!
বন্ধুরা আজকের এই আর্টিকেল আমরা জানবো কিভাবে একটা কোম্পানি, Cox Media Group ( CMG ), আমাদের ফোনকে একটা জাসুসে পরিণত করছে। তারা আমাদের কথা শুনে আমাদের পছন্দ-অপছন্দ বুঝে নিয়ে বিজ্ঞাপন দেখায়।
বন্ধুরা এটা কি একটু ভয়ানক না ?
Cox Media Group ( CMG ) নামের একটি বিপণন প্রতিষ্ঠান নিজেদের তৈরি Active Listening নামের Spyware (গুপ্তচর বৃত্তির সফটওয়্যার) মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারী যারা আছেন, তাদের সবার কথোপকথন কি হচ্ছে সেগুলো শুনছে, এই অভিযোগ উঠেছে। আর Active Listening নামের এই সফটওয়্যারের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের নানা আলোচনার তথ্য পর্যালোচনা করে এবং নানা বড় বড় প্রতিষ্ঠানের পক্ষে বিজ্ঞাপন প্রচার করে তারা Cox Media Group ( CMG )। Cox Media Group ( CMG ) এর গ্রাহক তালিকায় আছে অনেকেই, তাদের মধ্যে ফেসবুক প্রতিষ্ঠাতা মেটা( Meta ), গুগল ( Google), অ্যামাজন ( Amazon ) এইসবের মতো বড় বড় প্রতিষ্ঠান গুলো। Cox Media Group ( CMG ) এর একটি presentation Slide পর্যালোচনা করে এসব তথ্য গুলো জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট 404 Media।
বিজ্ঞাপন দেখাতে কি স্মার্টফোনে স্পাইওয়্যার ব্যবহার করা হচ্ছে ?
আমাদের স্মার্টফোনের আশেপাশে কোনো খাবার অথবা কোনো পণ্য নিয়ে আলোচনা করলে বা কারো সাথে কথা বললেই কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন অ্যাপে সেই বিষয়ক বিভিন্ন বিজ্ঞাপন দেখা যায়। এবং শুধু তাই নয়, আমাদের শখের বিড়াল, বিভিন্ন জিনিস, ড্রেস অথবা ক্যামেরা নিয়ে কোনো কথা বললেও সেই সব বিষয়ে নানা তথ্য হাজির হয়ে যায় আমাদের স্মার্টফোনের পর্দায়। মূলত Active Listening নামের এই সফটওয়্যারের মাধ্যমে এ কাজটি করা হয়। কিন্তু এটিকে স্পাইওয়্যার ( Spyware ) বলেই মনে করছেন বিভিন্ন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:-
১. আপনি কি সাইবার অপরাধের শিকার ? হতাশ হবেন না, জেনে নিন করণীয় !
২. আসলে ডিজিটাল মার্কেটিং কি ?
স্মার্টফোন ব্যবহারকারীদের নানা আগ্রহের বিষয়বস্তু গুলো জানতে, Cox Media Group ( CMG ) এর Active Listening সফটওয়্যারের মাধ্যমে সংগ্রহ করা সেইসব তথ্য গুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ( AI ) এর মাধ্যমে পর্যালোচনা করে, তারপর বিজ্ঞাপনদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে ওইসব তথ্য অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করে। শুধু তাই নয়, Cox Media Group ( CMG ) এর তথ্যগুলো বিভিন্ন প্রতিষ্ঠানকে স্মার্টফোন ব্যবহারকারীদের অনলাইনে তাদের নানা আচরণ সম্পর্কেও জানতে সহায়তা করে থাকে।
Cox Media Group ( CMG ) এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, এই ( CMG ) প্রতিষ্ঠানটি গত কয়েক বছর ধরে গুগল ( Google ), অ্যামাজন ( Amazon ) আর মেটার ( Meta ) মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে অংশীদারত্বের ভিত্তিতে এরা কাজ করছে। কিন্তু যদিও এইসব প্রতিষ্ঠানগুলো Cox Media Group ( CMG ) সঙ্গে কাজ করার সম্পর্ক অস্বীকার করেছে। এ বিষয়ে অ্যামাজন ( Amazon ) জানিয়েছে যে, Cox Media Group ( CMG ) সঙ্গে তারা কোনো প্রকার কাজ করে না। Cox Media Group ( CMG ) ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে সাধারণ বিপণন অংশীদার হিসেবে তালিকাভুক্ত করেছে। কিন্তু এটা করলেও কথোপকথন শোনার এই প্রোগ্রামের অংশীদার তারা করেনি। আর তাই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ফেসবুক প্রতিষ্ঠাতা মেটা ( Meta )।